Difference between void agreement and void contract

চুক্তি একটি অতি প্রাচীন সামাজিক ব্যবস্থা। সমাজবদ্ধভাবে বসবাসের সময় থেকেই চুক্তির উৎপত্তি ও বিকাশ। ১৮৭২ সালে বৃটিশরা সর্বপ্রথম পাক-ভারত উপমহাদেশে চুক্তি আইন পাস করেন। দেশ স্বাধীনের পর ১৯৭২ সালের ১ম পার্লামেন্টে “পুরাতন আইন বহাল অধ্যাদেশ” এর মাধ্যমে চুক্তি আইনকে বহাল করা হয় এবং ১লা সেপ্টেম্বর ১৯৭২ সাল থেকে এদেশে চুক্তি আইনটি কার্যকর করা হয়।

বাতিল সম্মতি ও বাতিল চুক্তির মধ্যে পার্থক্যসমূহ

বাতিল সম্মতি ও বাতিল চুক্তির বর্তমান অবস্থা একই, কোনটিই আইনে বলবৎযোগ্য নয়। তবুও বাতিল সম্মতি ও বাতিল চুক্তির মধ্যে পার্থক্য রয়েছে। এদের মধ্যে প্রধান পার্থক্য হল, বাতিল চুক্তি অতীতে যে কোন সময় বৈধ ও কার্যকর থাকতে পারে। কিন্তু বাতিল সম্মতি প্রথম হতেই বাতিল (Void ab initio) বলে কখনও বৈধ ও কার্যকর হয় না। বাতিল চুক্তি বৈধ ও কার্যকর হিসেবে প্রথমে জন্ম হলেও পরবর্তীতে ইহা আইনে অবলবৎযোগ্য হয়। যা হোক বাতিল সম্মতি (Void agreement) ও বাতিল চুুক্তি (Void contract) এর  মধ্যে যে পার্থক্য রয়েছে তা নিম্নরুপ-
  • আইনের ধারার ক্ষেত্রে পার্থক্য;
  • সংজ্ঞাগত পার্থক্য;
  • প্রথম হতেই বাতিল হওয়ার ক্ষেত্রে পার্থক্য; এবং
  • কার্যকর থাকার ক্ষেত্রে পার্থক্য।
নিম্নে বিস্তারিত আলোচনা করা হল।

১. আইনের ধারার ক্ষেত্রে পার্থক্য

১৮৭২ সালের চুক্তি আইনের ২(ঞ) ধারায় বাতিল চুক্তির সংজ্ঞা দেওয়া হয়েছে। আর ১৮৭২ সালের চুক্তি আইনের ২(ছ) ধারায় বাতিল সম্মতির সংজ্ঞা দেয়া হয়েছে।

২. সংজ্ঞাগত পার্থক্য 

যে চুক্তি আইনের মাধ্যমে বলবৎযোগ্য হতে পারে না তা যখন অবলবৎযোগ্য হয় তখন তা
বাতিল হয় (A contract which ceases to be enforceable by law becomes void when it ceases to be enforceable) । অন্যদিকে, যে সম্মতি আইন দ্বারা বলবৎ করা যায় না তাকে বাতিল বলে গণ্য করা হয় (An agreement not enforceable by law is said to be void)। 

৩. প্রথম হতেই বাতিল হওয়ার ক্ষেত্রে পার্থক্য

বাতিল সম্মতি প্রথম হতেই বাতিল। অর্থাৎ ইহা শুরু হতে বা জন্ম লগ্ন হতে বাতিল হয়। কিন্তু বাতিল চুক্তি প্রথম হতেই বাতিল (Void ab initio) নয়। 

৪. কার্যকর থাকার ক্ষেত্রে পার্থক্য 

বাতিল চুক্তি অতীতে যে কোন সময় বৈধ ও কার্যকর থাকতে পারে। কিন্তু বাতিল সম্মতি প্রথম হতেই বাতিল বলে ইহা কখনও বৈধ ও কার্যকর হয় না। 

৫. পরবর্তীতে অবলবৎযোগ্য হওয়ার ক্ষেত্রে পার্থক্য

বাতিল চুক্তি বৈধ ও কার্যকর হিসেবে প্রথমে জন্ম হলেও পরবর্তীতে ইহা আইনে অবলবৎযোগ্য হয়। কিন্তু বাতিল সম্মতি প্রথম হতেই বাতিল বলে পরবর্তী কোন ঘটনা ইহাকে প্রভাবিত করে না।